Tuesday, October 2, 2018

Gaach

গাছ

তোমার বুকের কাছে হাত পাতি 
পাতা ঝরে পড়ে
তুমি কি গাছের মতো ডানা মেলো , 
তারা গোনো,
শিশিরে ধোয়াও উরু ,
নখের আঙ্গুল ?
গাছের গুঁড়ির কাছে হাত পাতি 
দুধ ঝরে পড়ে  I 

বুদ্ধদেব দাশগুপ্ত

Monday, October 1, 2018

Gandhi and Akbar

গান্ধী ও আকবর
ইদানিং গান্ধী র  সঙ্গে একবার এর তুলনা করার চেষ্টা চলছে .
বলাহচ্ছে  গান্ধী আকবর  থেকে অনেক মহান .
যারা এ ধরণের মত পোষণ করেন তারা গান্ধীর 
জীবনী পড়েন নি .
গান্ধী ভারত বাসীর ক্ষতি করেছেন  এবং বিশেষ করে 
বাঙালির চরম শত্রুতা করেছেন .
দেশ ভাগ এর ব্যাপারে  গান্ধীর চক্রান্ত সকলে জানে .
আকবর এর রাজনীতি সমস্ত ধর্মের উর্ধে ছিল 
তার বলিষ্ঠ রাজনীতি সমগ্র ভারত  বর্ষের কল্যাণ দায়ক ছিল 
আকবর ই সত্যি কারের মহাত্মা  ছিলেন 
গান্ধী নয়  I 

Sunday, September 23, 2018

Tushar pater por

তুষার পাতের পর
তুষার পাতের পর
আকাশ মেঘ মুক্ত
শীতল সূর্য্য 
রক্তিম পর্বত শিখরে
অস্ত যায়.
পার্বত্য পথ বেয়ে
মন্দিরের পানে...........
সান্ধ্য ঘন্টাধ্বনি
শীতল বাতাস মুখরিত I
চিয়া তাও

Saturday, September 15, 2018

Ma

মা
একটি অর্ধ উলঙ্গ পাগলী চক্র রেলের প্লাটফর্ম বসে বসে
কি যেন বকে যায় ,কেউ শুনুক বা না শুনুক .
ফিক ফিক করে হাসে ,কটাক্ষ হানে .
কখনো বা কাঁদে ইনিয়ে বিনিয়ে
কখনো বা জান্তব ক্রোধে ফেটে পরে ,গাল পারে
অদৃশ্য শত্রু কে লক্ষ্য করে .
ও গর্ভবতী
মা হতে চলেছে পাগলী মেয়ে
হাসি কান্না রাগ অনুরাগের আড়ালে ও স্বপ্ন দেখে ,
ফুট ফুটে গোলগাল দামাল শিশুর স্বপ্ন ,
কাঁদতে কাঁদতে হা হা করে হেসে ওঠে ,
চমকে ওঠে কলকল করা হাসির শব্দে ,
দুটি গোল গোল হাতের স্পর্শ
ওর রুক্ষ স্তনের ওপর অনুভব করে
ফল্গুধারা বয়ে যায়---স্বপ্ন দেখে ,
কোনো এক বর্ষণ মুখর রাতে
নূপুরের ঝুম ঝুম শব্দ নিয়ে জন্ম নিলো দেব শিশু
এক নির্বোধ যন্ত্রনা
বিদ্যুৎ চমক
চক্র রেলের অস্থায়ী সমাজের সেই খোঁড়া অসহায় লোকটা
একতাল চন্দনের গন্ধ নিয়ে এলো পাগলী মা এর কোলে I

Tuesday, September 11, 2018

Biyallish er Byakaron

বিরাশির ব্যাকরণ
অফুরন্ত ঝাল ঝাল কথা
বাংলা পানের মতো মুখ খানি
বাংলা পানে রঞ্জিত ,
সুবাসিত জর্দার ঘ্রানে ভ্রমর পাগল 
পাঁজিতে শুভক্ষণ দেখে ধরা ছোঁয়া বেছে ,
গন্ধটা কাছে আসে কখনো সখনও,
মরণ!!!!!
এঁটো বিশ্বচরা চর, জলে জলে ভেসে যায় আঙুলের নখ
এক্কা দোক্কা চালে নিতম্ব ছন্দময়
যুক্তি তক্কে অকাট্য ইতিহাস .
বিরাশি বছর
নাড়ীজ্ঞান সমন্বিতা এই নারীনিয়ে
সমান্তরাল পথ চলা
নাড়ীজ্ঞানহীন ধর্ষিত চরিত্র যার অঙ্গের ভূষণ ,
সেই কবি প্রশ্ন করে আজ
" আচ্ছা প্রেম মানে কি "?
এত বছর ধরে , শব্দ ও শব্দহীনতায়
বিন্দু বিন্দু ত্যাগ ,বিন্দু বিন্দু ভোগের জারিত আচারে
পরম বিশ্বাসে,উত্তরটা পাওয়া যায় তিনটি অক্ষরে
"মরণ"!!!!!!!!!!!
@ অমিয়

Thursday, August 30, 2018

Forough Forrokhzad

The Bird May Die... - Poem by Forough Farrokhzad
I feel sad,
I feel blue.
I go outside and rub my cold fingers-
on the sleek shell of the silent night.
I see that all lights of contact are dark,
All lanes to relate us- are blocked.
Nobody will introduce me to the sun,
Nobody will take me- to the gathering of doves.
Keep the flight in mind,
The bird may die.
Translation: Maryam Dilmaghani, September 2006, Montreal
Forough Farrokhzad

Wednesday, August 29, 2018

Monay koro

মনে করো 
মনে করো তুমি হাসতেহাসতে পিছন দিকে হাটতে হাটতে 
তোমার সোনালী রুমাল উড়িয়ে বলছিলে সরে যাওয়া অতীত কে  "বিদায়"
তোমার পরনে ছিল সেই প্রজাপতি রঙের শাড়ীটা 
উদ্ধত ছিল দেহবল্লরী ,
মনে করো আমিও তখন গলির মুখে ল্যাম্প পোস্টের পাশ দিয়ে 
উধাও হয়ে চলে ছিলাম, একটা বর্তমান নিয়ে জানিনা কেন !
আমার পরনে ছিল সে হলুদ রঙের পাঞ্জাবি ,বোতাম ছেঁড়া ..
হাসতে হাসতে পিছোতে পিছোতে তুমি ........
ভাবতে ভাবতে আমি ....
"অকস্মাৎ "
স্বমস্বরে " আরে তুমি" !!!!
ভিভাল্ডির সুর 
ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো আকাশ কে সাক্ষী রেখে 
আমার বুকে মুখ লুকালে তুমি .
স্বপ্নময় ল্যাম্পপোস্ট 
আগুন রঙের আকাশ 
বোতাম ছেঁড়া হলদে পাঞ্জাবি 
আর প্রজাপতি শাড়ী 
বোকার মতো হাসতে হাসতে গড়া গড়ি যায় .....

****** বোতাম গুলো তুমি ই তো ছিড়ে ছিলে 
চিলেকোঠার এক অশান্ত মধ্যাহ্নে ...


মনে আছে ?

Monday, August 27, 2018

Raj Lakkhi gahilo

রাজলক্ষী গাহিল 
"একে পদ- পঙ্কজ ,পঙ্কে বিভূষিত ,কণ্টক জরোজরো ভেল
তুয়া দরশন- আশে কছু নাহি জানালু চির দুঃখ অব দূরে গেলো
তোহারিমুরালি যব শ্রবণে প্রবেশল ছোরোনু গৃহ সুখ আশ,
পন্থক দুঃখ তুনহু করিনা গননু কহতহি গোবিন্দদাস "

Sunday, August 26, 2018

Vog

ভোগ

এলিয়ট এর একটা কবিতা ও  আজ আমার মনে পড়েনা 
পায়েরকাছে পরে থাকা রাস্তার শেষ খুঁজে পাইনা আমি 
একটা আয়না আছে  যা দেখছে আমায় শেষ বারের মতো 
একটি দুয়ার আছে  যা বন্ধ করেছি 
পৃথিবীর শেষ প্রান্তে যাবার আগে .....
বুককেসেবেশ কিছু বই আছে
যা কখনো আর খোলা হবেনা

জুন মাসে আমি প্রাচীন বটবৃক্ষ হবো 
মৃত্যু আজ ক্লান্তিহীন ভাবে ভোগ করে চলেছে  আমায় .....
সময় এর মতো ,নদীর মতো ,নারীর মতো I 

অমিয়

Friday, August 24, 2018

Tarpor

তারপর

একটি নির্বোধ মেয়ে আমায় বার বার বার প্রশ্ন করে 
সব কথা শেষ হলে 
বলে " তারপর " ?
আমি যত বলি তারপর আর হয়না
সে বলে " সে আবার কি, তারপর তো কিছু একটা থাকতেই হবে
তা নাহলে " তারপর কথাটাই তো মিথ্যে  হয়ে যেত .
শূন্য ...তারপর এক ,  একের পর দুই ,
জীবন তারপর মৃত্যু 
মৃত্যু তারপর অরেক সুন্দর গভীরতা ,
সুন্দর গভীরতার পর আসে নাদ 
উদ্বেল বিস্ময়কর নীরবতার লহরী,
 আমি বলি 
 তারপর?
সাশ্রুনেত্রে সে বলে , তার পর তুমি ,তার পর আমি

তারপর আরেক শূন্যতা  I 

Wednesday, August 15, 2018

ফসিল 
একমাত্র চিত্রকর আমি বেঁচে আছি ,
সুপ্রসিদ্ধ দার্শনিক ,পর্বত শিখর  অথবা 
বারাণসী মন্দিরে পুরোহিত ফসিল এ পরিণত প্রস্তরীভূত
.
কথা 
সর্ব ক্ষুদ্র কথা ও নি:শ্যবদ্কষাঘাত হানে ,
শুধু চিত্রকর আনন্দে বিভোর 
অঞ্জলি ভরা শেফালী ফুলের গন্ধ 
স্বরবর্ণ চাম্পাফুল .অভিসারিকা কাঞ্চন 
প্রথম রাত্রির মিলন মদিরা ......
ক্রিমসন লেক , কোবল্ট ব্ল.তুর্কাজ লএ মন ইয়েলো .....
গন্ধ বিলা বে জানালার ওধারে ,
মস্তিস্ক ঘুমন্ত 
সমুদ্র ফিসফিস অন্ধকার 
অজানা কিসের গন্ধ !
কোনো বুকের গন্ধ ?
শিহরিত  আঙুলের ছোয়া ঠোঁটে 
চুপি চুপি 
অন্তহীনতা
ডুবে যাওয়া ছাড়া 
আর কোনো পথ নেই 
আর কোনো লক্খ নেইই 


@ অমিয়

Swadhinota kar ?

স্বাধীনতা কার ?
শিয়ালদএ স্টেশন এ ক্ষুধার্ত ছিন্নমূল পরিবারের ছোট্ট মেয়েটিকে কিনে নিয়ে 
যারা ধর্ষণ করেছিল বার বার তার?
হাজার হাজার টন খাদ্য শস্য গুদাম এ রেখে পড়ে কালো বাজারে যারা বিক্রি 
করেছিল তাদের ?
চালের মধ্যে কাঁকর 
তেলের মধ্যে রেড়ির তেল মিশিয়ে 
মিল্ক পাউডার এ তেন্তুলবিচি  গুঁড়ো মিশিয়ে 
ক্ষুধার্ত শিশুদের খাইয়ে ছিল তাদের ?
এম এ পাস যুবক দের দারওযান এর চাকরি দেয়া যাদের ধর্ম  ছিল তাদের ?
ধনঞ্জয়ের মতো নিরপরাধ যুবক কে ফাঁসি দেয়ার যাদের অধিকার ছিল  তাদের ?
কোটি কোটি টাকা লুট করে 
ব্যাঙ্ক এর কর্মচারীদের ঠকিয়ে  যারা বিদেশে পালিয়েছে তাদের?
মিথ্যা আস্ফালন ,করে দেশের মানুষকে বার বার ঠকিয়েছে তাদের?
ধর্মের নাম করে একটা দেশ কে  বিভক্ত করে দেয় যারা তাদের ?

Tuesday, August 14, 2018

Ashroy

আশ্রয় 
আমার সহৃদয় মন 
বন্য জন্তুর মতো আর্তনাদ করেছিল 
তুমি হেসেছিলে 
ক্লাউনের  মতো অভিনয় করে করে 
একাকী সংগোপনে ক্লান্তি নিথর আমি ,
অবশেষে তোমার ছায়ার কাছে নতজানু হয়ে 
আশ্রয় চেয়েছি .
আমার মস্তিষ্কের নৈশ্যবদ নিয়ে 
স্হসরও ধূলিকণার যন্ত্রনা নিয়ে 
অদৃশ্য এলার্ম ঘড়ির নি:শ্যবদ কণ্ঠস্বর নিয়ে 
অন্য কেউ বেঁচেছিল  আমার ছায়াতে ,
তুমি কোনোদিন 
চেনোনি তাকে 

Sunday, August 12, 2018

1947

১৯৪৭
আমার বয়স ১৩ 
 আমাদের ক্লাব এর ক্যাপ্টেন বললেন 
চল ভলান্টিয়ার হতে হবে

শিয়ালদাহ ইস্টিশন 
হাজার হাজার অভুক্ত ছিন্নমূল মানুষ
যাদের সব ছিল ,সব গেছে একটা অপরিসর তাম্বু ছাড়া .
অশ্রুসিক্ত চোখে তাদের সেবায় মগ্ন হলাম
খাদ্য ,বস্ত্র  দিয়ে তাদের অপমানিত করতে হলো ,
ভিক্ষা ....ভিক্ষা ....ভিক্ষা ...দিতে হলো এদের .
কারন দিল্লির খুব ভালো থাকা নেতারা এটাই চেয়েছিলেন
স্বাধীনতা মানে ওদের কাছে দেশ ভাগ 
দুটি শক্তি শালী প্রদেশ কে সর্বতোভাবে শক্তিহীন করে দেয়া .
এক পাঞ্জাব আর এক বাংলা .
বাংলা অনেক সহ্য করেছে 
দুর্ভিক্ষ ,মহামারী , রক্তক্ষয়ী রায়ট, দেশ বিভাগ .....
তবু বাঙালি বেঁচে আছে 
থাকবে ও

Friday, August 10, 2018

Nimontron

নিমন্ত্রণ

এবার বলেছি আমি " তোমার বাড়ি যাবো"
অশথ্থবলেছে "এস "
হেঁটেছি বহুদূর 
পথে
দেখা হলো কত বন্ধুর সাথে 
শিমুল হাত নেড়ে বলে "ভালো আছো বন্ধু ?"
শিরিষ বলেছে অভিযোগ নিয়ে 
" এতদিন কোথায় ছিলে "? 
চন্দন কদম্ব আর মেহগনি  হাত ধরে বলে 
" আমার বাড়ি এস "
আর কৃষ্ণচূড়া  সেই পুরোনো দিনের মতন 
আমায় দেখে লজ্জায় লাল .
খঞ্জনা নদীর পাড়ে বৃদ্ধ বট ঝুড়ি নামিয়ে ধ্যানস্থ .
আমি তার কোটরে  ঢুকে বলি "আমি এসেছি"
সে বলে " চলে যাবে বলেই তো সব আসা"

অমিয়

Thursday, August 9, 2018

Sahomoron

সহমরণ
যে আগুন একদিন
প্রাণে পরশমনির সুখ দিয়েছিলো 
আজ সে আগুনেই সহমরণ তোমার আমার 

মিলনের অশ্রুপাতে
একদিন নীরব গভীরতা 
সেই অশ্রুই বন্যা হয়ে নিয়ে চলে 
কোনো এক মহাসমুদ্রের পানে,
কাছে ছিলে বলে 
দূরে সরে গেলে I 

@ অমিয়

Tuesday, August 7, 2018

baishey shrabon

বাইশে শ্রাবন
রবি অস্তাচলে গেলেন 
অনুগত মানুষেরা কবি কে সাজিয়ে দিলো রাজার সাজে
ফুলে ফুলে ঢেকে দেয়া হলো সেই দীর্ঘ দেহি কবি কে
.যাত্রা শুরু হলো 
শব যাত্রার সঙ্গী হলেন শত শত শোকার্ত মানুষ.
নীম তলার দিকে
***************************
কিন্তু এরই মধ্যে কিছু অমানুষ 
কবির পোশাক , কবির চুল ,দাড়ি ছিঁড়ে নিতে শুরু করলো
অবশেষে সেই বিশাল দেহি মানুষ কে যখন 
নীমতলার ঘাটে নামানো হলো দাহ করার জন্য 
কবি তখন প্রায় উলঙ্গ ,শুভ্র কেশ ইত্যাদি উধাও 
সেগুলো এখন কিছু ভ্রষ্টাচারী  মানুষের মোমেন্টো.

*সজনী কান্ত দাস এর শনিবারের চিঠি অবলম্বনে .

Saturday, August 4, 2018

Dhooper gandho

ধূপের গন্ধ 

 " মনে করে ফর্দ টা সঙ্গে নিও
তোমার আবার ভুলো মন,
বাজার গিয়ে ফর্দ দেখে বাজার কোরো,আন্দাজ এ নয় 
চশমাটা নিও কিন্তু ....
শোনো, ...পুটু আসছে  অনেক দিনের পর 
কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি বড্ডো ভালো বাসে,
দই এনো মিস্টি এনো জিরে এনো ধোনে এনো 
ভালো দেখে গুঁড়ো হলুদ চাই 
লাট সাহেবের ছেলের ভেটকি মাছের ফ্রাই না হলে চলবে না কিছু তেই,
কি দাম বেশি ?
উঃ: কি হার কিপ্টে তুমি ?
আচ্ছা শোনো ,
পুঁইডাঁটা কি বাজার থেকে উঠেই গেল এবার ?
লকলকে সেই ডাঁটাগুলো কাদের থলে ভরে ?
কলাই ডাল , পোস্ত হবে  মনে করে এনো ,
তোমার জন্যে গোটা দুই কাঁচকলা এনো ,
ওহ ভালো কথা ....
ধূপ কাঠির দোকান থেকে  শেষে এক প্যাকেট ভালো দেখে 
ধূপ কাঠি এনো ,,," ভালো বাসা ধূপ'"

*****************************************************
ঠেলা গাড়ি ,ট্রামের ঘন্টা ,বাসের ধোঁয়া , ট্যাক্সিওয়ালা 
মোড়ের মাথায় ...মাথাটা যেন
...মাথাটা যেন ...মাথাটা যেন .....
****************************************
"ডুবি অমৃত পাথারে ,যাই ভুলে চরাচর , মিলায় রবি শশী "
পৃথিবীটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করে ,
ছিটকে পরে  মাছের থলে ,কুচো চিংড়ি ট্রামের চাকার নীচে 
পুঁই এর ডগা ঠেলার চাকা জড়িয়ে ধরে 
গুঁড়িয়েযাই চশমা টা ও বাসের চাকার নীচে .....
" নাহি দেশ নাহি কাল  নাহি হেরি সীমা "
ফুটপাথের ওই শিব মন্দিরে নাম না জানা ধূপের গন্ধ 
প্রাণে এসে লাগে ভালো বাসার ধূপ ,স্তব্ধ হওয়ার আগে ,
দোকান টাতে আর হলোনা যাওয়া ,
হাতের মুঠোয় ফর্দ খানা ধরা .....
" প্রেম মুরতি হৃদয়ে জাগে 
আনন্দ নাহি ধরে "

@ অমিয়

Thursday, August 2, 2018

Swadhinota

স্বাধীনতা 
আবার একটা স্বাধীনতা দিবস 
আবার জাতীয় পতাকা উত্তোলন 
নেতা রা আসবেন গালভরা বুলি দেবেন
আবার স্বপ্ন দেখাবেন 
ভয়ঙ্কর প্রস্রাব চেপে ভুল সুরে জাতীয় সঙ্গীত গাইবেন 
তাদের বক্ত্রিতায় দেশ বিভাগের যন্ত্রনা থাকবেনা 
কিশোর বালক দের ফাঁসির মঞ্চে প্রাণত্যাগের কথা থাকবেনা
শঠতা ,মিথ্যাচারের কথা থাকবেনা
জাতির " পিতা ও মাতার " কথা থাকবে যারা
কোটি কোটি অসহায় ভারতীয় কে ভুল পথে
চালিত করে অবশ্যাম্ভী মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো 
তাদের গলায় কিছু ধর্ষিতা ফুলের মালা দোলাবেন  আর সে দৃশ্য দেখে 
তাদের রক্ষিতা দের বুক ফুলে উঠবে , 
আবার দিন শুরু হবে হাজার হাজার মিথ্যা ও ছলনা দিয়ে .
হাজার হাজার মুক বালিকা দের ধর্ষণ হবে 
বিচারের প্রহসন হবে 
কিছু স্বাধীন জীব আপনার আমার কোটি কোটি টাকা লুট করে
বিদেশে পালাবেন ...এ তাদের স্বাধীনতা , দেশের চৌকিদার এর স্বাধীনতা 
তাদের সর্বতো ভাবেই সাহায্য করা
ও আমার দেশের মাটি ,তোমার পায়ে ঠেকাই মাথা .

Wednesday, August 1, 2018

Anyo ghat

অন্যঘাট 
অন্নপূর্ণা উঠেছিল আমার নৌকায় এ ঘাটে
চোখের জলের সাথে বলেছিলো সে 
নিয়ে চলো অন্যঘাটে ,
এ কথা শুনেই নৌকার বুকে নদীর ছলাৎ ছলাৎ ,
 কত ঘাট কত উপবন এলো গেল ,
নৌকা বলে বার বার " এই কি সেই ঘাট" ?
নদী বলে না না ,অন্য ঘাটে চলো না .
 তার পর বৈশাখী ঝড় এলো 
একবুক রাত্রির বুক চিরে ,নদীতে তান্ডব ,
অট্টহাস্যে অন্নপূর্ণা 
অন্য ঘাটে নামে,
এক ভাঙা নৌকা ফেলে  I 

Tuesday, July 31, 2018

A drop of water

A drop of Water
A drop of water
Sometimes fragrant tears
sometimes ecstatic dewdrop,
sometimes in fiery desire,
sometimes in passion of excess
in a kiss .
That drop of water
sucked in the thirsty earth.
years pass
Decades pass
The centuries too....
Then one fine autumn dawn
your arms full
with trembling Sephali *
with shivering dew drops
form deep inside the earth
and my heart.
some where in between
a bleeding sky
Throbs.

Sunday, July 29, 2018

Angyota

অজ্ঞতা 

ঢল ঢল একরাশ 
সূর্য্যের কিরণে 
আকাশটা ঝলমল  টলমল ,
তোমার আবেগ শাড়ির মতো 
খুশি খুশি অগোছালো ,
দূরে কোনো বিরহিনী পাখি 
ডেকে চলে অবিরাম ,

কাকে ডাকে 
কেন ডাকে 
জানো কি তা ?

অমিয়

Friday, July 27, 2018

Rhythm

Rhythm

No foot print there on Gomoti's bank
tumbling dance of polash on your lap
I sit,close my eyes
darkness inside
light outside
The silent exuberance of " Mia malhar"
"dhikr" of the sufi saint,
fixed gaze of the setting sun
mathematical breathing.

And in between
You on a lazy afternoon,
hand in hand
rhythmic silence
orgasmic throb
were they all predetermined ?
The ancient mantra
" I love you "
Maverick time
maverick space
eyes on eyes echoed.....
some mystery in a flash
Eternally.

@ amiya

Thursday, July 26, 2018

preyoshi iswar

প্ৰেয়সী ঈশ্বর 

এক গুচ্ছ করবী 
প্ৰেয়সী  বলে  " এ আমার মুখ"
স্তবকে স্তবকে কুহেলিকা 
লুটিয়ে পরেছে কাঁধে 
সে বলে " এ আমার কেশ "
সুগন্ধ ধুপ জ্বলে 
নেশাগ্রস্ত বিশ্বচরাচর 
সে বলে " এ আমার আতর "
সমগ্র আদি অন্তে বহ্নি শিখা,
" এ আমার কামনা "  সে বলে I 

@ অমিয়

Saturday, July 21, 2018

Shubho janmodin

প্রিয় সুকন্যা 
জন্মদিনে শুভেচ্ছা জেনো
ইতি-------------

পু:
তোমার এই শুভ জন্মদিনে 
তোমায় উপহার দিচ্ছি 
একটা পৃথিবী .
ডারউইনের চরম ঠাট্টা 
থিওরি অফ ইভোল্যুশন 
যে পৃথিবী জন্ম দিয়েছে 
অমৃতস্যা পুত্র 
অমৃতস্যাঃ মানুষের ....
যে মানুষ গ্যাসচেম্বার এ 
হাজার হাজার নারী ও শিশুকে 
হননকরেছে  অনায়াসে ,
যে পৃথিবীর মানুষ সৃস্টি করেছে চেরোন বিল 
সৃস্টি করেছে ভিয়েতনাম ,গুজরাট ,বাগদাদ 
সৃস্টি করেছে ধ্বংসের নিত্য নুতন পন্থা ...
বহু ধর্ষিতা পৃথিবীর অবাঞ্ছিত সন্তানেরা 
আমার শিশু কন্যার জন্য পাত্র ভরেরেখে  গেছে
বিষাক্ত কার্বন মনোক্সাইড..
আমার সন্তানেরা বুকভরে নিয়েছে তা জীবনী শক্তি বলে ,
আর মধ্য রাত্রে ঘুম ভেঙ্গে উঠে 
রক্ত বমন করে মা এর আঁচল ভিজিয়েছে ....
এই পৃথিবী তোমায় দিলাম সুকন্যা 
শুভ জন্মদিন 

তোমার আঁচলে বেঁধে নাও এই পৃথিবী কে ,
তোমার বুকের মধ্যে গুমরে গুমরে ওঠা 
হলুদ প্রজাপতির কান্নাকে 
বেহাগের বন্দিশ হতে দিওনা 
ইতি ....
পু: পু:
সুকন্যা 
তুমি ভালো থাকতে চেষ্টা করোনা 
আমরা তোমায় ভালো থাকতে দেবোনা 
কিছুতেই দেবোনা. 

ইতি ***************

Thursday, July 19, 2018

Closer still

Closer still .....( For you )

If you ever came close to me
if you ever surrendered and say
" here I am , hold me "
what would I do
in that  grey still afternoon ,
Shall I cry and say
so late, so.....very late ! Or shall I say
Go away
or even say ,
Love is not nearness
love is not distance either
Love is just the Middle way,
or possibly Hold your face
in my palm
Discover me in your eyes
and blissfully come to know
you are me
and I am you.

@amiya 

Dhyanostho

ধ্যানস্থ 

যদি আলো নিয়ে আসো
তবে আলো হবো 
যদি আঁধার নিয়ে আসো 
তবে আঁধার হবো I 

সব কিছু আছে আমি নেই 
সব কিছু আছে আমি ও  আছি 
সব কিছু আমি ই হয়েছি .i 

Wednesday, July 18, 2018

sameekaran

সমীকরণ 

মানুষের নীচে কোনঠাসা লেনিন সরণি আর মৌলালি ,
সেই ভিড়ে একটু আলাদা 
এক ল্যাম্প পোস্টের মাথায় 
এক বদ্ধ উন্মাদ 
যে তত্ত্ব বুঝিয়েছিল 
শুধু আমি ই বুঝেছি তা I 
ওর ভাষায়
অঙ্কের সমীকরণে 
যুক্তিবাদী মানুষেরা সমান  চিহ্নের দুপাশে 
নিজেদের খুঁজে ফিরেছিল 
ভাত,রুটি উরুসন্ধির তাগিদে মগ্ন মানুষ 
বোঝেনি তার উন্মাদনার আকুল,
অথবা সমীকরণের  বিশাল ব্যাপকতা ,
অর্থহীন ক্রোশ ব্যাপী কথার বিস্তার ছাড়িয়ে,
সেই উন্মাদের বক্ত্রিতায় খুঁজে পাই 
সলাজ প্রেমিকের নি:শব্দ মিলন .

@অমিয়

Mantobyo.

ফেস বুক এ কিছু অনন্য সাধারণ কবি আছেন যাদের কিছু 
স্তাবক আছেন .এই দুইয়ে মিলে একটি বৃত্ত  দেখা যায়.
এই কবি সম্প্রদায় অন্য কবিদের গণনার মধ্যে আনেন না 
কখনোই এই ভাস্বর কবিরা অন্য কবিতায় কোনো মন্তব্য করেন না .
এটা বড় দুঃখের বিষয় I 
কবি কবিতা লেখেন কারণ তা ছাড়া তার কোনো উপায় নেই .
তার এই অসহায়ত্ব কে নীরবে উপহাস করা সাহিত্যের জগতে 
একটি অপরাধ  I 

Monday, July 16, 2018

Sundor

সুন্দর .
শেফার্ডস বুশ এর পার্ক এ বসে 
উদ্যাম সূর্য্যের বিদায় দেখে বলেছিলে  ...সুন্দর 
হাইড পার্কের কোনে শার্পেন্টিনে বকের সারি দেখে 
শিশুর মতো হাততালি দিয়ে বলেছিলে 
কি সুন্দর
রবিবার প্রায় নির্জন হ্যামস্টেড এ উইলো গাছের নীচে 
আমার বুকের কাছে ঘন হয়ে এসে বারবার ফিসফিসিয়ে 
বলেছিলে ....কি সুন্দর
হোবার্ন এর কার্ডিওমা তে কফির কাপে চুমুকদিতে দিতে 
পিছলে যাওয়া আলোর মেলা 
সাদাম্পটন রোড এ 
থিয়েটারের নেশায় পাগল বর্ষাতি আর ছাতার মাঝে 
বলেছিলে .....কি সুন্দর এ জীবন 
টেমস এর ঘুমপাড়ানি দোলায় 
ডিংগি গুলোর দে দোল দে দোল দেখে 
আবেশ ভরে বলেছিলে  কি.....সুন্দর
বিগ বেন এর ঘন্টা ও  বলেছিলো 
কি....সুন্দর 
মোটর ওয়ে ষাট সত্তর আশি
অসংযমী হাওয়ায়হাওয়ায় 
চুল ওরে ,মন উড়ে যায়নিরুদ্দেশে 
বেডসিটারে গ্যাস এর চুল্লি জ্বেলে 
নতুন শেখা অসংযমী মন 
পাগল হয়ে কানে কানে বলো
"বড় ভালো লাগে এ বাঁচা "

অনেক মৃত মানুষের এক মিছিল চলে 
একটি তরতাজা শিশির বিন্দু নিয়ে 
জন নোডস এর শব যান 
গোল্ডার্স এর সেমেটারির পথে

উদার নীল আকাশ আর ঝাঁকে ঝাঁকে  পাখি 
কোরাস করে বলে ফিফ্থ সিম্ফনির সুরে....

" সুন্দর তুমি সুন্দর 
হাসিতে সুন্দর 
কান্নায় সুন্দর 
জীবনে সুন্দর 
অজীবনে সুন্দর 
আবেগে অনাবেগে
বৃষ্টিতে রুক্ষতায় 
আলোতে সুন্দর 
অন্ধকারে নি:শব্দে  তুমি আরো সুন্দর 
তুমি পূর্ণে সুন্দর 
শূন্যে সুন্দর তুমি

@ অমিয়

Sunday, July 15, 2018

se esechhilo

সে এসেছিলো 
সে এসেছিলো 
নি:শব্দ ,স্থির শূন্যতাকে বুকে নিয়ে ,
সে আমার চোখে 
রেখেছিলো তার অশ্রুভারাক্রান্ত চোখ 
শান্ত শব্দহীন পদক্ষেপে সে 
বিদায় নিয়েছিল গোধূলি বেলায় I 

মন এসেছিলো 
জগৎ এসেছিলো 
মন নি:শব্দ স্থির .জগৎ স্থির 
একদিন মন নিঃশ্বেষ হবে 
জগৎ ও নি:শেষ  হবে ....

শুধু কবিতার ঢেউ 
উথাল পাথাল
তোমার বুকে .

Biroho

বিরহ
সূরার ধারার মত রাত্রি আসে 
গোলাপের বর্ণ 

ফুটে ওঠে ঊষার কিরণ ,
বসন্ত স্বাগত 
সুরাপাত্র ধূলিধূসরিত
হৃদয় উদ্বেলিত বিরহ জ্বালায় 
নয়নে তোমার বহ্নিশিখা


(পণ্ডিত বাঙালি ,বানান ভুল অনিচ্ছাকৃত 
বিষ উদ্গার করবেননা 
কবির প্রতি  )