বিরাশির ব্যাকরণ
অফুরন্ত ঝাল ঝাল কথা
বাংলা পানের মতো মুখ খানি
বাংলা পানে রঞ্জিত ,
সুবাসিত জর্দার ঘ্রানে ভ্রমর পাগল
পাঁজিতে শুভক্ষণ দেখে ধরা ছোঁয়া বেছে ,
গন্ধটা কাছে আসে কখনো সখনও,
মরণ!!!!!
অফুরন্ত ঝাল ঝাল কথা
বাংলা পানের মতো মুখ খানি
বাংলা পানে রঞ্জিত ,
সুবাসিত জর্দার ঘ্রানে ভ্রমর পাগল
পাঁজিতে শুভক্ষণ দেখে ধরা ছোঁয়া বেছে ,
গন্ধটা কাছে আসে কখনো সখনও,
মরণ!!!!!
এঁটো বিশ্বচরা চর, জলে জলে ভেসে যায় আঙুলের নখ
এক্কা দোক্কা চালে নিতম্ব ছন্দময়
যুক্তি তক্কে অকাট্য ইতিহাস .
বিরাশি বছর
নাড়ীজ্ঞান সমন্বিতা এই নারীনিয়ে
সমান্তরাল পথ চলা
নাড়ীজ্ঞানহীন ধর্ষিত চরিত্র যার অঙ্গের ভূষণ ,
সেই কবি প্রশ্ন করে আজ
" আচ্ছা প্রেম মানে কি "?
যুক্তি তক্কে অকাট্য ইতিহাস .
বিরাশি বছর
নাড়ীজ্ঞান সমন্বিতা এই নারীনিয়ে
সমান্তরাল পথ চলা
নাড়ীজ্ঞানহীন ধর্ষিত চরিত্র যার অঙ্গের ভূষণ ,
সেই কবি প্রশ্ন করে আজ
" আচ্ছা প্রেম মানে কি "?
এত বছর ধরে , শব্দ ও শব্দহীনতায়
বিন্দু বিন্দু ত্যাগ ,বিন্দু বিন্দু ভোগের জারিত আচারে
পরম বিশ্বাসে,উত্তরটা পাওয়া যায় তিনটি অক্ষরে
"মরণ"!!!!!!!!!!!
বিন্দু বিন্দু ত্যাগ ,বিন্দু বিন্দু ভোগের জারিত আচারে
পরম বিশ্বাসে,উত্তরটা পাওয়া যায় তিনটি অক্ষরে
"মরণ"!!!!!!!!!!!
@ অমিয়
No comments:
Post a Comment