বাইশে শ্রাবন
রবি অস্তাচলে গেলেন
অনুগত মানুষেরা কবি কে সাজিয়ে দিলো রাজার সাজে
ফুলে ফুলে ঢেকে দেয়া হলো সেই দীর্ঘ দেহি কবি কে
.যাত্রা শুরু হলো
শব যাত্রার সঙ্গী হলেন শত শত শোকার্ত মানুষ.
নীম তলার দিকে
***************************
কিন্তু এরই মধ্যে কিছু অমানুষ
কবির পোশাক , কবির চুল ,দাড়ি ছিঁড়ে নিতে শুরু করলো
অবশেষে সেই বিশাল দেহি মানুষ কে যখন
নীমতলার ঘাটে নামানো হলো দাহ করার জন্য
কবি তখন প্রায় উলঙ্গ ,শুভ্র কেশ ইত্যাদি উধাও
সেগুলো এখন কিছু ভ্রষ্টাচারী মানুষের মোমেন্টো.
*সজনী কান্ত দাস এর শনিবারের চিঠি অবলম্বনে .
রবি অস্তাচলে গেলেন
অনুগত মানুষেরা কবি কে সাজিয়ে দিলো রাজার সাজে
ফুলে ফুলে ঢেকে দেয়া হলো সেই দীর্ঘ দেহি কবি কে
.যাত্রা শুরু হলো
শব যাত্রার সঙ্গী হলেন শত শত শোকার্ত মানুষ.
নীম তলার দিকে
***************************
কিন্তু এরই মধ্যে কিছু অমানুষ
কবির পোশাক , কবির চুল ,দাড়ি ছিঁড়ে নিতে শুরু করলো
অবশেষে সেই বিশাল দেহি মানুষ কে যখন
নীমতলার ঘাটে নামানো হলো দাহ করার জন্য
কবি তখন প্রায় উলঙ্গ ,শুভ্র কেশ ইত্যাদি উধাও
সেগুলো এখন কিছু ভ্রষ্টাচারী মানুষের মোমেন্টো.
*সজনী কান্ত দাস এর শনিবারের চিঠি অবলম্বনে .
রাজার রাজা হৃদয়ে রয়েছে
ReplyDeleteভ্রষ্টাচারীর মোমেন্টোর পানে
কেউ ফিরেও তাকায় না!
সবদিনই পঁচিশে বৈশাখ হয়েছে...