Sunday, August 12, 2018

1947

১৯৪৭
আমার বয়স ১৩ 
 আমাদের ক্লাব এর ক্যাপ্টেন বললেন 
চল ভলান্টিয়ার হতে হবে

শিয়ালদাহ ইস্টিশন 
হাজার হাজার অভুক্ত ছিন্নমূল মানুষ
যাদের সব ছিল ,সব গেছে একটা অপরিসর তাম্বু ছাড়া .
অশ্রুসিক্ত চোখে তাদের সেবায় মগ্ন হলাম
খাদ্য ,বস্ত্র  দিয়ে তাদের অপমানিত করতে হলো ,
ভিক্ষা ....ভিক্ষা ....ভিক্ষা ...দিতে হলো এদের .
কারন দিল্লির খুব ভালো থাকা নেতারা এটাই চেয়েছিলেন
স্বাধীনতা মানে ওদের কাছে দেশ ভাগ 
দুটি শক্তি শালী প্রদেশ কে সর্বতোভাবে শক্তিহীন করে দেয়া .
এক পাঞ্জাব আর এক বাংলা .
বাংলা অনেক সহ্য করেছে 
দুর্ভিক্ষ ,মহামারী , রক্তক্ষয়ী রায়ট, দেশ বিভাগ .....
তবু বাঙালি বেঁচে আছে 
থাকবে ও

1 comment:

  1. স্বাধীনতা নামক এই প্রহসন যারা চাক্ষুষ করেছেন তাদের মনে আজীবনের জন্য এক গভীর ক্ষত হয়ে গেছে। এই যন্ত্রণা থেকে মুক্তি নেই, বার্ষিক নিয়মে মনের উপর কষাঘাত চলতে থাকবে আমৃত্যু।

    ReplyDelete