তারপর
একটি নির্বোধ মেয়ে আমায় বার বার বার প্রশ্ন করে
সব কথা শেষ হলে
বলে " তারপর " ?
আমি যত বলি তারপর আর হয়না
সে বলে " সে আবার কি, তারপর তো কিছু একটা থাকতেই হবে
তা নাহলে " তারপর কথাটাই তো মিথ্যে হয়ে যেত .
শূন্য ...তারপর এক , একের পর দুই ,
জীবন তারপর মৃত্যু
মৃত্যু তারপর অরেক সুন্দর গভীরতা ,
সুন্দর গভীরতার পর আসে নাদ
উদ্বেল বিস্ময়কর নীরবতার লহরী,
আমি বলি
তারপর?
সাশ্রুনেত্রে সে বলে , তার পর তুমি ,তার পর আমি
তারপর আরেক শূন্যতা I
একটি নির্বোধ মেয়ে আমায় বার বার বার প্রশ্ন করে
সব কথা শেষ হলে
বলে " তারপর " ?
আমি যত বলি তারপর আর হয়না
সে বলে " সে আবার কি, তারপর তো কিছু একটা থাকতেই হবে
তা নাহলে " তারপর কথাটাই তো মিথ্যে হয়ে যেত .
শূন্য ...তারপর এক , একের পর দুই ,
জীবন তারপর মৃত্যু
মৃত্যু তারপর অরেক সুন্দর গভীরতা ,
সুন্দর গভীরতার পর আসে নাদ
উদ্বেল বিস্ময়কর নীরবতার লহরী,
আমি বলি
তারপর?
সাশ্রুনেত্রে সে বলে , তার পর তুমি ,তার পর আমি
তারপর আরেক শূন্যতা I
No comments:
Post a Comment