Friday, August 10, 2018

Nimontron

নিমন্ত্রণ

এবার বলেছি আমি " তোমার বাড়ি যাবো"
অশথ্থবলেছে "এস "
হেঁটেছি বহুদূর 
পথে
দেখা হলো কত বন্ধুর সাথে 
শিমুল হাত নেড়ে বলে "ভালো আছো বন্ধু ?"
শিরিষ বলেছে অভিযোগ নিয়ে 
" এতদিন কোথায় ছিলে "? 
চন্দন কদম্ব আর মেহগনি  হাত ধরে বলে 
" আমার বাড়ি এস "
আর কৃষ্ণচূড়া  সেই পুরোনো দিনের মতন 
আমায় দেখে লজ্জায় লাল .
খঞ্জনা নদীর পাড়ে বৃদ্ধ বট ঝুড়ি নামিয়ে ধ্যানস্থ .
আমি তার কোটরে  ঢুকে বলি "আমি এসেছি"
সে বলে " চলে যাবে বলেই তো সব আসা"

অমিয়

2 comments:

  1. আকাশ, বাতাস,মাঠের ঘাস, বনের পাখি, বট-অশ্বথ, সবাই ডাকে বুড়ো জাদুকরকে! সকলের ই ভারি ইচ্ছে জাদুকর তার সঙ্গে রং তামাশা করুক, তাকে মিষ্টি কথার জাদুতে ভুলিয়ে রাখুক! তারা জাদুকর কে একলা হতে দেয়না কখনো। জাদুকর ও সুন্দর ফুল ফলের মাঝে বর্ণে গন্ধে, সৌনদর্য‍্যে আকুল হয়ে হৈহৈ করে বাঁচে‌।
    জাদুকর কিছুদিন আগে এক কথা বলা পুতুল বানিয়ে ছিল, আর দিনরাত তার সঙ্গে মননের কথা কইতো। কত গল্প, কত হাসি, কত দুঃখ তার সঙ্গে ভাগ করে নিতো। নদীর ঘাটে বসে জাদুকর আর তার পুতুল শালপাতার ঠোঙা থেকে মুড়ি বাদাম খেতো আর হেসে গড়িয়ে পড়তে। তবে জানোই তো জাদুকরের খুব বেশিদিন একই পুতুল নিয়ে খেলতে ভাল লাগেনা। তাই জাদুকর মাঝেমাঝে পুতুলকে রেখে দিয়ে বাড়ি বাড়ি নিমন্ত্রণ খেয়ে বেড়ায় আর জাদূ দেখিয়ে দুনিয়া মাত করে দেয়। হঠাৎ হঠাৎ তার পুতুলের কথা মনে পড়ে, ফিরে এসে দেখে পুতুল বাড়িটা তকতকে করে রেখেছে, কত রকম রান্না করে রেখেছে। খাবার জল, বসার আসন, পরনের পোশাক, শয়নের শয‍্যা সব তৈরি রেখে ক্লান্ত পুতুল এক কোণে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। জাদুকর ভারি খুশি হয়ে সব কাজ সেরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে পুতুলকে ডাকতে গিয়ে দেখে, সে আর কথা বলেনা। বলবে কি করে এতদিন একা একা থেকে পুতুল কথা বলতে ভুলে গেছে যে। এখন পুতুল মুখ বুজে কেবলই কাজ করে, গানও গায় না, বাজনা ও বাজায় না, সকাল থেকে সন্ধে শুধু কাজ করে‌...

    ReplyDelete
  2. Amar hridoy tomar apon hatey dolay.
    Dolao Dolao ogo " Birohinee "
    Chhoto chheley ra jamon akta narom putul niye ghumutey jai ajj thekey amar balishe oi putul matha rekhey ghumubey ar ghum parani gaan gaibey

    ReplyDelete