সহমরণ
যে আগুন একদিন
প্রাণে পরশমনির সুখ দিয়েছিলো
আজ সে আগুনেই সহমরণ তোমার আমার
মিলনের অশ্রুপাতে
একদিন নীরব গভীরতা
সেই অশ্রুই বন্যা হয়ে নিয়ে চলে
কোনো এক মহাসমুদ্রের পানে,
কাছে ছিলে বলে
দূরে সরে গেলে I
@ অমিয়
যে আগুন একদিন
প্রাণে পরশমনির সুখ দিয়েছিলো
আজ সে আগুনেই সহমরণ তোমার আমার
মিলনের অশ্রুপাতে
একদিন নীরব গভীরতা
সেই অশ্রুই বন্যা হয়ে নিয়ে চলে
কোনো এক মহাসমুদ্রের পানে,
কাছে ছিলে বলে
দূরে সরে গেলে I
@ অমিয়
আশ্চর্য বেড়াবিনুনী
ReplyDeleteমাথাভরা কালো চুলে
বেড়াবিনুনী বেঁধে আমি
রোজ পড়তে যাই পাঠশালে।
সোনালী আর লাল - দু'রকম
জরির ফিতে কেশজালে
ঘুরিয়ে ফিরিয়ে বাঁধা- অনুপম!
কখনো এটা আলগা হয়,
কখনো বা ওটা,
কিন্তু, কখনো দুটোই নয়!
চোরাগোপ্তা বিঁধে থাকে কাঁটা,
অদ্ভুত উপায়ে বেড়া থাকে দেওয়া,
আশ্চর্য কায়দায় বেণী থাকে বাঁধা!
দহন আর মিলনের
বেড়াবিনুনী বেঁধে
আমি আসি পাঠশালে
জীবনের পাঠ নিতে
চোখ ভাসে থৈ থৈ জলে
ঠোঁট হাসে অনুরাগ মেখে!
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
০৯/০৮/২০১৮