Wednesday, August 29, 2018

Monay koro

মনে করো 
মনে করো তুমি হাসতেহাসতে পিছন দিকে হাটতে হাটতে 
তোমার সোনালী রুমাল উড়িয়ে বলছিলে সরে যাওয়া অতীত কে  "বিদায়"
তোমার পরনে ছিল সেই প্রজাপতি রঙের শাড়ীটা 
উদ্ধত ছিল দেহবল্লরী ,
মনে করো আমিও তখন গলির মুখে ল্যাম্প পোস্টের পাশ দিয়ে 
উধাও হয়ে চলে ছিলাম, একটা বর্তমান নিয়ে জানিনা কেন !
আমার পরনে ছিল সে হলুদ রঙের পাঞ্জাবি ,বোতাম ছেঁড়া ..
হাসতে হাসতে পিছোতে পিছোতে তুমি ........
ভাবতে ভাবতে আমি ....
"অকস্মাৎ "
স্বমস্বরে " আরে তুমি" !!!!
ভিভাল্ডির সুর 
ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো আকাশ কে সাক্ষী রেখে 
আমার বুকে মুখ লুকালে তুমি .
স্বপ্নময় ল্যাম্পপোস্ট 
আগুন রঙের আকাশ 
বোতাম ছেঁড়া হলদে পাঞ্জাবি 
আর প্রজাপতি শাড়ী 
বোকার মতো হাসতে হাসতে গড়া গড়ি যায় .....

****** বোতাম গুলো তুমি ই তো ছিড়ে ছিলে 
চিলেকোঠার এক অশান্ত মধ্যাহ্নে ...


মনে আছে ?

No comments:

Post a Comment