স্বাধীনতা
আবার একটা স্বাধীনতা দিবস
আবার জাতীয় পতাকা উত্তোলন
নেতা রা আসবেন গালভরা বুলি দেবেন
আবার স্বপ্ন দেখাবেন
ভয়ঙ্কর প্রস্রাব চেপে ভুল সুরে জাতীয় সঙ্গীত গাইবেন
তাদের বক্ত্রিতায় দেশ বিভাগের যন্ত্রনা থাকবেনা
কিশোর বালক দের ফাঁসির মঞ্চে প্রাণত্যাগের কথা থাকবেনা
শঠতা ,মিথ্যাচারের কথা থাকবেনা
জাতির " পিতা ও মাতার " কথা থাকবে যারা
কোটি কোটি অসহায় ভারতীয় কে ভুল পথে
চালিত করে অবশ্যাম্ভী মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো
তাদের গলায় কিছু ধর্ষিতা ফুলের মালা দোলাবেন আর সে দৃশ্য দেখে
তাদের রক্ষিতা দের বুক ফুলে উঠবে ,
আবার দিন শুরু হবে হাজার হাজার মিথ্যা ও ছলনা দিয়ে .
হাজার হাজার মুক বালিকা দের ধর্ষণ হবে
বিচারের প্রহসন হবে
কিছু স্বাধীন জীব আপনার আমার কোটি কোটি টাকা লুট করে
বিদেশে পালাবেন ...এ তাদের স্বাধীনতা , দেশের চৌকিদার এর স্বাধীনতা
তাদের সর্বতো ভাবেই সাহায্য করা
ও আমার দেশের মাটি ,তোমার পায়ে ঠেকাই মাথা .
আবার একটা স্বাধীনতা দিবস
আবার জাতীয় পতাকা উত্তোলন
নেতা রা আসবেন গালভরা বুলি দেবেন
আবার স্বপ্ন দেখাবেন
ভয়ঙ্কর প্রস্রাব চেপে ভুল সুরে জাতীয় সঙ্গীত গাইবেন
তাদের বক্ত্রিতায় দেশ বিভাগের যন্ত্রনা থাকবেনা
কিশোর বালক দের ফাঁসির মঞ্চে প্রাণত্যাগের কথা থাকবেনা
শঠতা ,মিথ্যাচারের কথা থাকবেনা
জাতির " পিতা ও মাতার " কথা থাকবে যারা
কোটি কোটি অসহায় ভারতীয় কে ভুল পথে
চালিত করে অবশ্যাম্ভী মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো
তাদের গলায় কিছু ধর্ষিতা ফুলের মালা দোলাবেন আর সে দৃশ্য দেখে
তাদের রক্ষিতা দের বুক ফুলে উঠবে ,
আবার দিন শুরু হবে হাজার হাজার মিথ্যা ও ছলনা দিয়ে .
হাজার হাজার মুক বালিকা দের ধর্ষণ হবে
বিচারের প্রহসন হবে
কিছু স্বাধীন জীব আপনার আমার কোটি কোটি টাকা লুট করে
বিদেশে পালাবেন ...এ তাদের স্বাধীনতা , দেশের চৌকিদার এর স্বাধীনতা
তাদের সর্বতো ভাবেই সাহায্য করা
ও আমার দেশের মাটি ,তোমার পায়ে ঠেকাই মাথা .
No comments:
Post a Comment