Wednesday, August 15, 2018

ফসিল 
একমাত্র চিত্রকর আমি বেঁচে আছি ,
সুপ্রসিদ্ধ দার্শনিক ,পর্বত শিখর  অথবা 
বারাণসী মন্দিরে পুরোহিত ফসিল এ পরিণত প্রস্তরীভূত
.
কথা 
সর্ব ক্ষুদ্র কথা ও নি:শ্যবদ্কষাঘাত হানে ,
শুধু চিত্রকর আনন্দে বিভোর 
অঞ্জলি ভরা শেফালী ফুলের গন্ধ 
স্বরবর্ণ চাম্পাফুল .অভিসারিকা কাঞ্চন 
প্রথম রাত্রির মিলন মদিরা ......
ক্রিমসন লেক , কোবল্ট ব্ল.তুর্কাজ লএ মন ইয়েলো .....
গন্ধ বিলা বে জানালার ওধারে ,
মস্তিস্ক ঘুমন্ত 
সমুদ্র ফিসফিস অন্ধকার 
অজানা কিসের গন্ধ !
কোনো বুকের গন্ধ ?
শিহরিত  আঙুলের ছোয়া ঠোঁটে 
চুপি চুপি 
অন্তহীনতা
ডুবে যাওয়া ছাড়া 
আর কোনো পথ নেই 
আর কোনো লক্খ নেইই 


@ অমিয়

2 comments:

  1. বকুল মায়ায় ডুবে যায় চরাচর,
    রাতচরা পাখির সাদা ডানায় জ‍্যোৎস্না ঝিকমিক করে‌।
    মেঘনার বুকে ইতিউতি জেগে ওঠে চর কখন ভাঁটার টানে, অথচ বুকে লাগে দোলা জোয়ারের!

    ReplyDelete
  2. Bhalo lagchhey tomar duti ekti kotha...
    Sporsho korey anondo pachhhey
    " Buker gondho pachhi"

    Tandrachhonyo hochhi

    ReplyDelete