Tuesday, August 14, 2018

Ashroy

আশ্রয় 
আমার সহৃদয় মন 
বন্য জন্তুর মতো আর্তনাদ করেছিল 
তুমি হেসেছিলে 
ক্লাউনের  মতো অভিনয় করে করে 
একাকী সংগোপনে ক্লান্তি নিথর আমি ,
অবশেষে তোমার ছায়ার কাছে নতজানু হয়ে 
আশ্রয় চেয়েছি .
আমার মস্তিষ্কের নৈশ্যবদ নিয়ে 
স্হসরও ধূলিকণার যন্ত্রনা নিয়ে 
অদৃশ্য এলার্ম ঘড়ির নি:শ্যবদ কণ্ঠস্বর নিয়ে 
অন্য কেউ বেঁচেছিল  আমার ছায়াতে ,
তুমি কোনোদিন 
চেনোনি তাকে 

1 comment:

  1. তোমায় নাই বা হল চেনা,
    তুমি রেখো না ধার দেনা।
    উড়িয়ে ধুলো নামলে যখন পথে,
    আঁধার নামে অস্তরবির রথে।
    কে দেবে গো তোমাকে আশ্রয়?
    সবার মনে জাগে অলীক ভয়!
    তুমি যখন খেয়াপারের মাঝি,
    খেয়ায় আমি ভাসতে রাজি আছি।

    @অজন্তা বন্দ্যোপাধ্যায়
    ১৫/০৮/২০১৮

    ReplyDelete