Wednesday, July 18, 2018

Mantobyo.

ফেস বুক এ কিছু অনন্য সাধারণ কবি আছেন যাদের কিছু 
স্তাবক আছেন .এই দুইয়ে মিলে একটি বৃত্ত  দেখা যায়.
এই কবি সম্প্রদায় অন্য কবিদের গণনার মধ্যে আনেন না 
কখনোই এই ভাস্বর কবিরা অন্য কবিতায় কোনো মন্তব্য করেন না .
এটা বড় দুঃখের বিষয় I 
কবি কবিতা লেখেন কারণ তা ছাড়া তার কোনো উপায় নেই .
তার এই অসহায়ত্ব কে নীরবে উপহাস করা সাহিত্যের জগতে 
একটি অপরাধ  I 

1 comment:

  1. মন্তব্য নিষ্প্রয়োজন!
    উপেক্ষা করে উপেক্ষা করাই শ্রেয়!

    ReplyDelete