Sunday, July 15, 2018

se esechhilo

সে এসেছিলো 
সে এসেছিলো 
নি:শব্দ ,স্থির শূন্যতাকে বুকে নিয়ে ,
সে আমার চোখে 
রেখেছিলো তার অশ্রুভারাক্রান্ত চোখ 
শান্ত শব্দহীন পদক্ষেপে সে 
বিদায় নিয়েছিল গোধূলি বেলায় I 

মন এসেছিলো 
জগৎ এসেছিলো 
মন নি:শব্দ স্থির .জগৎ স্থির 
একদিন মন নিঃশ্বেষ হবে 
জগৎ ও নি:শেষ  হবে ....

শুধু কবিতার ঢেউ 
উথাল পাথাল
তোমার বুকে .

2 comments:

  1. পাগলটা ফিরে ফিরে আসে-
    সকলের অগোচরে লুকিয়ে
    রেখেছে যেথায়
    এক অজানা নিঝুম দ্বীপে
    একান্ত গুহায়
    অসংখ্য প্রেম চিহ্ন, আর
    তার উত্তাল হৃদয়!

    অতি সাবধানে আঁকে
    দুরূহ লক্ষ্মণরেখা,
    যদিও নির্নিমেষ, সাথে থাকে
    স্বপ্নিল অপেক্ষা.....
    কোন এক ক্লান্ত অলস
    গোধূলি বেলায়
    যদি আসে অতি পরিচিতা
    নিঃশব্দ পায়ে,
    বুকে তুলে নেয় যদি সেই
    গচ্ছিত হৃদয়....

    @অজন্তা বন্দ্যোপাধ্যায়
    ১৬/০৭/২০১৮

    ReplyDelete
  2. কোন এক ক্লান্ত অলস
    গোধূলি বেলায়
    যদি আসে অতি পরিচিতা
    নিঃশব্দ পায়ে,
    বুকে তুলে নেয় যদি সেই
    গচ্ছিত হৃদয়....

    ei barshan mukhorito sakaley sei ushna hridoy

    ReplyDelete