সে এসেছিলো
সে এসেছিলো
নি:শব্দ ,স্থির শূন্যতাকে বুকে নিয়ে ,
সে আমার চোখে
রেখেছিলো তার অশ্রুভারাক্রান্ত চোখ
শান্ত শব্দহীন পদক্ষেপে সে
বিদায় নিয়েছিল গোধূলি বেলায় I
মন এসেছিলো
জগৎ এসেছিলো
মন নি:শব্দ স্থির .জগৎ স্থির
একদিন মন নিঃশ্বেষ হবে
জগৎ ও নি:শেষ হবে ....
শুধু কবিতার ঢেউ
উথাল পাথাল
তোমার বুকে .
সে এসেছিলো
নি:শব্দ ,স্থির শূন্যতাকে বুকে নিয়ে ,
সে আমার চোখে
রেখেছিলো তার অশ্রুভারাক্রান্ত চোখ
শান্ত শব্দহীন পদক্ষেপে সে
বিদায় নিয়েছিল গোধূলি বেলায় I
মন এসেছিলো
জগৎ এসেছিলো
মন নি:শব্দ স্থির .জগৎ স্থির
একদিন মন নিঃশ্বেষ হবে
জগৎ ও নি:শেষ হবে ....
শুধু কবিতার ঢেউ
উথাল পাথাল
তোমার বুকে .
পাগলটা ফিরে ফিরে আসে-
ReplyDeleteসকলের অগোচরে লুকিয়ে
রেখেছে যেথায়
এক অজানা নিঝুম দ্বীপে
একান্ত গুহায়
অসংখ্য প্রেম চিহ্ন, আর
তার উত্তাল হৃদয়!
অতি সাবধানে আঁকে
দুরূহ লক্ষ্মণরেখা,
যদিও নির্নিমেষ, সাথে থাকে
স্বপ্নিল অপেক্ষা.....
কোন এক ক্লান্ত অলস
গোধূলি বেলায়
যদি আসে অতি পরিচিতা
নিঃশব্দ পায়ে,
বুকে তুলে নেয় যদি সেই
গচ্ছিত হৃদয়....
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
১৬/০৭/২০১৮
কোন এক ক্লান্ত অলস
ReplyDeleteগোধূলি বেলায়
যদি আসে অতি পরিচিতা
নিঃশব্দ পায়ে,
বুকে তুলে নেয় যদি সেই
গচ্ছিত হৃদয়....
ei barshan mukhorito sakaley sei ushna hridoy