বিরহ
সূরার ধারার মত রাত্রি আসে
গোলাপের বর্ণ
ফুটে ওঠে ঊষার কিরণ ,
বসন্ত স্বাগত
সুরাপাত্র ধূলিধূসরিত
হৃদয় উদ্বেলিত বিরহ জ্বালায়
নয়নে তোমার বহ্নিশিখা
(পণ্ডিত বাঙালি ,বানান ভুল অনিচ্ছাকৃত
বিষ উদ্গার করবেননা
কবির প্রতি )
সূরার ধারার মত রাত্রি আসে
গোলাপের বর্ণ
ফুটে ওঠে ঊষার কিরণ ,
বসন্ত স্বাগত
সুরাপাত্র ধূলিধূসরিত
হৃদয় উদ্বেলিত বিরহ জ্বালায়
নয়নে তোমার বহ্নিশিখা
(পণ্ডিত বাঙালি ,বানান ভুল অনিচ্ছাকৃত
বিষ উদ্গার করবেননা
কবির প্রতি )
অপরূপা ঊষা আসে উজ্জ্বল
ReplyDeleteহাসিটি নিয়ে সুদৃপ্ত চরণে,
ছলনাময়ী রাত্রির মাদকতা
দূরে ঠেলে ঊষা বসে সিংহাসনে।
সরে যায় হাহাকার, মোহ ও কৌশল
অনন্ত স্থির প্রজ্ঞায়, সীমাহীন
প্রেমে ঊষা হয় উন্মোচিতা!
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
১৭/০৭/২০১৮
সরে যায় হাহাকার, মোহ ও কৌশল
ReplyDeleteঅনন্ত স্থির প্রজ্ঞায়, সীমাহীন
প্রেমে ঊষা হয় উন্মোচিতা!
Unmochita.....