Monday, July 16, 2018

Sundor

সুন্দর .
শেফার্ডস বুশ এর পার্ক এ বসে 
উদ্যাম সূর্য্যের বিদায় দেখে বলেছিলে  ...সুন্দর 
হাইড পার্কের কোনে শার্পেন্টিনে বকের সারি দেখে 
শিশুর মতো হাততালি দিয়ে বলেছিলে 
কি সুন্দর
রবিবার প্রায় নির্জন হ্যামস্টেড এ উইলো গাছের নীচে 
আমার বুকের কাছে ঘন হয়ে এসে বারবার ফিসফিসিয়ে 
বলেছিলে ....কি সুন্দর
হোবার্ন এর কার্ডিওমা তে কফির কাপে চুমুকদিতে দিতে 
পিছলে যাওয়া আলোর মেলা 
সাদাম্পটন রোড এ 
থিয়েটারের নেশায় পাগল বর্ষাতি আর ছাতার মাঝে 
বলেছিলে .....কি সুন্দর এ জীবন 
টেমস এর ঘুমপাড়ানি দোলায় 
ডিংগি গুলোর দে দোল দে দোল দেখে 
আবেশ ভরে বলেছিলে  কি.....সুন্দর
বিগ বেন এর ঘন্টা ও  বলেছিলো 
কি....সুন্দর 
মোটর ওয়ে ষাট সত্তর আশি
অসংযমী হাওয়ায়হাওয়ায় 
চুল ওরে ,মন উড়ে যায়নিরুদ্দেশে 
বেডসিটারে গ্যাস এর চুল্লি জ্বেলে 
নতুন শেখা অসংযমী মন 
পাগল হয়ে কানে কানে বলো
"বড় ভালো লাগে এ বাঁচা "

অনেক মৃত মানুষের এক মিছিল চলে 
একটি তরতাজা শিশির বিন্দু নিয়ে 
জন নোডস এর শব যান 
গোল্ডার্স এর সেমেটারির পথে

উদার নীল আকাশ আর ঝাঁকে ঝাঁকে  পাখি 
কোরাস করে বলে ফিফ্থ সিম্ফনির সুরে....

" সুন্দর তুমি সুন্দর 
হাসিতে সুন্দর 
কান্নায় সুন্দর 
জীবনে সুন্দর 
অজীবনে সুন্দর 
আবেগে অনাবেগে
বৃষ্টিতে রুক্ষতায় 
আলোতে সুন্দর 
অন্ধকারে নি:শব্দে  তুমি আরো সুন্দর 
তুমি পূর্ণে সুন্দর 
শূন্যে সুন্দর তুমি

@ অমিয়

2 comments:

  1. সুন্দর, অপূর্ব সুন্দর!
    তোমার অপূর্ণ প্রেম তোমাকে অপূর্ব কবি করেছে যার সোনার ফসল আমরা ঘরে তুলছি নিরন্তর!

    ReplyDelete
  2. Tomar anubhuti amar chokhey jol eney dilo.

    ReplyDelete