অজ্ঞতা
ঢল ঢল একরাশ
সূর্য্যের কিরণে
আকাশটা ঝলমল টলমল ,
তোমার আবেগ শাড়ির মতো
খুশি খুশি অগোছালো ,
দূরে কোনো বিরহিনী পাখি
ডেকে চলে অবিরাম ,
কাকে ডাকে
কেন ডাকে
জানো কি তা ?
অমিয়
ঢল ঢল একরাশ
সূর্য্যের কিরণে
আকাশটা ঝলমল টলমল ,
তোমার আবেগ শাড়ির মতো
খুশি খুশি অগোছালো ,
দূরে কোনো বিরহিনী পাখি
ডেকে চলে অবিরাম ,
কাকে ডাকে
কেন ডাকে
জানো কি তা ?
অমিয়
সোনা সোনা রোদ্দুরে
ReplyDeleteমায়াবী দুচোখ তুলে চাইলে,
সোনা-রূপো জরিপাড়
টিয়ারং শাড়িখানি পরলে!
ধুলোবালি ঢেকে দিয়ে
স্বপ্নের গালিচা টা পাতলে,
অগোছালো মুগ্ধতা সামলিয়ে
সংলাপী বোঝালে!
আসর মাতিয়ে দিয়ে
ঝলমলে রূপটানে বিলাসী,
তবুও যে ক্ষয়ে যায়
হঠাৎ কোথায় মন উদাসী?
তুমি আর বাঁদী নও
আকবর বাদশার সভাতে,
তুমি আজ ফুল হও
ফুল্লরা কাব্যের নামেতে!
যক্ষের প্রেমঢালা চিঠিটি
দিক ভুল করে হায়,
মেঘদূত ঝরে হয়ে বৃষ্টি
হাহাকার অমরায়!
ভুল চোখ দেখে না
নির্ভুল নিশানায়,
সকলের অগোচরে
ভালবাসা ভেসে যায়...
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
৩১/০৭/২০১৮
Tomar e kobitar uttor hoy na.
ReplyDeleteni:shybdo kolpona chhara tomakay.
ভুল চোখ দেখে না
নির্ভুল নিশানায়,
সকলের অগোচরে
ভালবাসা ভেসে যায়..