Wednesday, July 18, 2018

sameekaran

সমীকরণ 

মানুষের নীচে কোনঠাসা লেনিন সরণি আর মৌলালি ,
সেই ভিড়ে একটু আলাদা 
এক ল্যাম্প পোস্টের মাথায় 
এক বদ্ধ উন্মাদ 
যে তত্ত্ব বুঝিয়েছিল 
শুধু আমি ই বুঝেছি তা I 
ওর ভাষায়
অঙ্কের সমীকরণে 
যুক্তিবাদী মানুষেরা সমান  চিহ্নের দুপাশে 
নিজেদের খুঁজে ফিরেছিল 
ভাত,রুটি উরুসন্ধির তাগিদে মগ্ন মানুষ 
বোঝেনি তার উন্মাদনার আকুল,
অথবা সমীকরণের  বিশাল ব্যাপকতা ,
অর্থহীন ক্রোশ ব্যাপী কথার বিস্তার ছাড়িয়ে,
সেই উন্মাদের বক্ত্রিতায় খুঁজে পাই 
সলাজ প্রেমিকের নি:শব্দ মিলন .

@অমিয়

3 comments:

  1. বুদ্ধি বেচা সব শহর জাতির জনক কে বুকে ধারণ করে- ভক্তিতে বা ঘৃণায়!
    শহরের বুক চিরে চলে যায় রাস্তাটি, মহাত্মার নাম বহন করে অবলীলায়!
    পথের দুপাশে জনতা ছুটে বেড়ায়
    দিনভর রোজগারের আশায় এদিকে
    বুদ্ধিজীবিরা ব‍্যস্ত থাকে অর্থ-খ‍্যাতি-ক্ষমতার সমীকরণ কষায়!
    অহিংসা নামক মরচে ধরা শব্দটি কেবল শোনা যায শান্তি-নোবেলের ঘোষণায়!

    মাঝে মধ্যে দু-একটি কবি
    বাতি-স্তম্ভ বেয়ে উঠে যায়
    সব হিংস্রতার ঊর্ধ্বে, ভালবাসার কথা শোনাবে বলে....
    তখনই, ঠিক তখনই
    আত্মহন্তা আমজনতা আর
    আত্মতুষ্টি তে ভোগা
    বুদ্ধিজীবীর দল একযোগে
    টেনে নামায় তাকে 'পাগল' আখ‍্যায়!

    সমীকরণের অজানা তিন রাশি আজীবন অচেনাই থেকে যায়....
    @অজন্তা বন্দ্যোপাধ্যায়
    ১৯/০৭/২০১৮

    ReplyDelete
  2. তখনই, ঠিক তখনই
    আত্মহন্তা আমজনতা আর
    আত্মতুষ্টি তে ভোগা
    বুদ্ধিজীবীর দল একযোগে
    টেনে নামায় তাকে 'পাগল' আখ‍্যায়!

    সমীকরণের অজানা তিন রাশি আজীবন অচেনাই থেকে যায়...........
    Tumar moto kichhu paglee proyojon Amader ei
    Dharshita sahorer ashol rup ta
    dekhabar jonye .

    Bah bah ...bah amar priyotoma kobi

    ReplyDelete
  3. ভালবাসা অন্তহীন!

    ReplyDelete