Thursday, July 26, 2018

preyoshi iswar

প্ৰেয়সী ঈশ্বর 

এক গুচ্ছ করবী 
প্ৰেয়সী  বলে  " এ আমার মুখ"
স্তবকে স্তবকে কুহেলিকা 
লুটিয়ে পরেছে কাঁধে 
সে বলে " এ আমার কেশ "
সুগন্ধ ধুপ জ্বলে 
নেশাগ্রস্ত বিশ্বচরাচর 
সে বলে " এ আমার আতর "
সমগ্র আদি অন্তে বহ্নি শিখা,
" এ আমার কামনা "  সে বলে I 

@ অমিয়

2 comments:

  1. বিষ্ণুপ্রিয়া বাঁধতে পারেনি
    তার পুরুষ কে।
    প্রেমিক পুরুষ চৈতন্য ভগবান
    ধরা দেননি লক্ষ্মীশ্রীর কাছে,
    নিজে হয়ে উঠেছেন শ্রীরাধার
    ভাবমূর্তি!

    ভানুমতী দ্বাপরের শ্রেষ্ঠ
    সুন্দরী ও বুদ্ধিমতী,
    তাও হিংসায় মত্ত দুর্যোধনের
    মন পায়নি, রক্ষা করতে
    পারেনি তাকে অনিবার্য
    ধ্বংস থেকে।

    তবে যে আকাশে বাতাসে
    রটে- এ ধরণীতে
    নারী যত ধ্বংসের মূল!
    সতী,সাবিত্রী, সীতা
    ও বেহুলা, মাতা মেরী বা
    মিতা মেরী সব ভুল!

    সত‍্য কেবলই রক্তকরবী
    অথবা কুহেলিকা,
    সুগন্ধি ধূপ এবং বহ্নিশিখা!
    প্রেয়সী কখন ঈশ্বরী হয়ে
    যায়, রূপের কামনা
    মনের সাধনা হয়!

    @অজন্তা বন্দ্যোপাধ্যায়
    ২৭/০৭/২০১৮

    ReplyDelete