Rhythm
No foot print there on Gomoti's bank
tumbling dance of polash on your lap
I sit,close my eyes
darkness inside
light outside
The silent exuberance of " Mia malhar"
"dhikr" of the sufi saint,
fixed gaze of the setting sun
mathematical breathing.
And in between
You on a lazy afternoon,
hand in hand
rhythmic silence
orgasmic throb
were they all predetermined ?
The ancient mantra
" I love you "
Maverick time
maverick space
eyes on eyes echoed.....
some mystery in a flash
Eternally.
@ amiya
No foot print there on Gomoti's bank
tumbling dance of polash on your lap
I sit,close my eyes
darkness inside
light outside
The silent exuberance of " Mia malhar"
"dhikr" of the sufi saint,
fixed gaze of the setting sun
mathematical breathing.
And in between
You on a lazy afternoon,
hand in hand
rhythmic silence
orgasmic throb
were they all predetermined ?
The ancient mantra
" I love you "
Maverick time
maverick space
eyes on eyes echoed.....
some mystery in a flash
Eternally.
@ amiya
ছান্দিক
ReplyDeleteকোনো পদচিহ্ন নেই
গোমতী নদীর তীরে
নেই চিহ্ন কোনো রক্তপলাশের
যে নেচে বেড়ায় তোমার
বিস্তৃত আঁচল জুড়ে।
আমিও বসেছি ধ্যানে
দুই চোখ মুদে দেখি ভিতরে
অনন্ত আঁধার, অথচ কত না
আলোক বাহিরে!
মিয়ামল্লারের উদ্দীপনা
নিঃশব্দে বাজে হৃদয়-তন্ত্রীতে
যেন সুফী-সন্তের অন্তর
জাগে 'ধিকর্' জপ-মন্ত্রে!
অস্তগামী সূর্য চেয়ে থাকে
নিষ্পলক যেন মন্ত্র-মুগ্ধ
আমার প্রশ্বাস-ছন্দে!
এরই মাঝে তুমি এলে
কোনো এক অলস
অপরাহ্ন বেলায় তোমার
পেলব স্পর্শে আমার
হাতখানি ছুঁলে,
ছন্দময় রুদ্ধকাম
চুরমার করে কাব্যের
আগল খুলে দিলে!
এই সব ই কি ললাটলিখন?
সেই পৌরাণিক উচ্চারণ-
'ভালবেসেছি তোমায়'
বাউন্ডুলে সময়
বা যাযাবর যাপন
চোখে চোখে অনুরণন
মুহূর্তে রহস্য উন্মোচন
এই সবই যে চিরন্তন.....
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
২৮/০৭/২০১৮
Few words could alter their places.
ReplyDeleteI cannot say You have" Fully Satisfied me "
but on the whole you touched my heart.
You may ( if you like) publish it
on your wall.
ছান্দিক
ReplyDeleteপদচিহ্ন পড়ে নেই
গোমতীর তীরে
নেই রক্তপলাশের
নাচ তোমার
আঁচল জুড়ে।
আমিও বসেছি ধ্যানে,
মুদিত চোখেও
দেখি ভিতরে
অনন্ত আঁধার,
অথচ কত না
আলোক বাহিরে!
মিয়া কি মল্লার
নিঃশব্দে ঝঙ্কার
তোলে হৃদয়ে আমার,
যেন সুফী-সন্তের অন্তর
মন্ত্র জপে চলেছে 'ধিকর্'
অস্তগামী সূর্য
চেয়ে রয় অপলক
যেন মন্ত্র-মুগ্ধ
আমার প্রশ্বাস-ছন্দে!
এরই মাঝে তুমি এলে
কোনো এক অলস
অপরাহ্ন বেলায় তোমার
পেলব স্পর্শে আমার
হাতখানি ছুঁলে,
ছন্দময় রুদ্ধকাম
চুরমার করে কাব্যের
আগল খুলে দিলে!
এই সব ই কি ললাটলিখন?
সেই পৌরাণিক উচ্চারণ-
'ভালবেসেছি তোমায়'
বাউন্ডুলে সময়
বা যাযাবর যাপন
চোখের তারায় অনুরণন
মুহূর্তে রহস্য উন্মোচন
চিরন্তন.....
@অজন্তা বন্দ্যোপাধ্যায়
২৮/০৭/২০১৮