Saturday, August 4, 2018

Dhooper gandho

ধূপের গন্ধ 

 " মনে করে ফর্দ টা সঙ্গে নিও
তোমার আবার ভুলো মন,
বাজার গিয়ে ফর্দ দেখে বাজার কোরো,আন্দাজ এ নয় 
চশমাটা নিও কিন্তু ....
শোনো, ...পুটু আসছে  অনেক দিনের পর 
কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি বড্ডো ভালো বাসে,
দই এনো মিস্টি এনো জিরে এনো ধোনে এনো 
ভালো দেখে গুঁড়ো হলুদ চাই 
লাট সাহেবের ছেলের ভেটকি মাছের ফ্রাই না হলে চলবে না কিছু তেই,
কি দাম বেশি ?
উঃ: কি হার কিপ্টে তুমি ?
আচ্ছা শোনো ,
পুঁইডাঁটা কি বাজার থেকে উঠেই গেল এবার ?
লকলকে সেই ডাঁটাগুলো কাদের থলে ভরে ?
কলাই ডাল , পোস্ত হবে  মনে করে এনো ,
তোমার জন্যে গোটা দুই কাঁচকলা এনো ,
ওহ ভালো কথা ....
ধূপ কাঠির দোকান থেকে  শেষে এক প্যাকেট ভালো দেখে 
ধূপ কাঠি এনো ,,," ভালো বাসা ধূপ'"

*****************************************************
ঠেলা গাড়ি ,ট্রামের ঘন্টা ,বাসের ধোঁয়া , ট্যাক্সিওয়ালা 
মোড়ের মাথায় ...মাথাটা যেন
...মাথাটা যেন ...মাথাটা যেন .....
****************************************
"ডুবি অমৃত পাথারে ,যাই ভুলে চরাচর , মিলায় রবি শশী "
পৃথিবীটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করে ,
ছিটকে পরে  মাছের থলে ,কুচো চিংড়ি ট্রামের চাকার নীচে 
পুঁই এর ডগা ঠেলার চাকা জড়িয়ে ধরে 
গুঁড়িয়েযাই চশমা টা ও বাসের চাকার নীচে .....
" নাহি দেশ নাহি কাল  নাহি হেরি সীমা "
ফুটপাথের ওই শিব মন্দিরে নাম না জানা ধূপের গন্ধ 
প্রাণে এসে লাগে ভালো বাসার ধূপ ,স্তব্ধ হওয়ার আগে ,
দোকান টাতে আর হলোনা যাওয়া ,
হাতের মুঠোয় ফর্দ খানা ধরা .....
" প্রেম মুরতি হৃদয়ে জাগে 
আনন্দ নাহি ধরে "

@ অমিয়

2 comments:

  1. এত সুন্দর বিষাদগাথা লিখো না আর, মন ভার হয়ে আসে, ভালবাসা প্রণতি জানায় দুনিয়াদারির কাছে!
    ভালো থাকো, ভালবাসায় থাকো,
    বেঁচে থাকো, প্রেমকে বাঁচিয়ে রাখো।

    ReplyDelete
  2. Kobir jiboney Bisonnota kono bilash noy.

    ReplyDelete