Thursday, July 19, 2018

Closer still

Closer still .....( For you )

If you ever came close to me
if you ever surrendered and say
" here I am , hold me "
what would I do
in that  grey still afternoon ,
Shall I cry and say
so late, so.....very late ! Or shall I say
Go away
or even say ,
Love is not nearness
love is not distance either
Love is just the Middle way,
or possibly Hold your face
in my palm
Discover me in your eyes
and blissfully come to know
you are me
and I am you.

@amiya 

Dhyanostho

ধ্যানস্থ 

যদি আলো নিয়ে আসো
তবে আলো হবো 
যদি আঁধার নিয়ে আসো 
তবে আঁধার হবো I 

সব কিছু আছে আমি নেই 
সব কিছু আছে আমি ও  আছি 
সব কিছু আমি ই হয়েছি .i 

Wednesday, July 18, 2018

sameekaran

সমীকরণ 

মানুষের নীচে কোনঠাসা লেনিন সরণি আর মৌলালি ,
সেই ভিড়ে একটু আলাদা 
এক ল্যাম্প পোস্টের মাথায় 
এক বদ্ধ উন্মাদ 
যে তত্ত্ব বুঝিয়েছিল 
শুধু আমি ই বুঝেছি তা I 
ওর ভাষায়
অঙ্কের সমীকরণে 
যুক্তিবাদী মানুষেরা সমান  চিহ্নের দুপাশে 
নিজেদের খুঁজে ফিরেছিল 
ভাত,রুটি উরুসন্ধির তাগিদে মগ্ন মানুষ 
বোঝেনি তার উন্মাদনার আকুল,
অথবা সমীকরণের  বিশাল ব্যাপকতা ,
অর্থহীন ক্রোশ ব্যাপী কথার বিস্তার ছাড়িয়ে,
সেই উন্মাদের বক্ত্রিতায় খুঁজে পাই 
সলাজ প্রেমিকের নি:শব্দ মিলন .

@অমিয়

Mantobyo.

ফেস বুক এ কিছু অনন্য সাধারণ কবি আছেন যাদের কিছু 
স্তাবক আছেন .এই দুইয়ে মিলে একটি বৃত্ত  দেখা যায়.
এই কবি সম্প্রদায় অন্য কবিদের গণনার মধ্যে আনেন না 
কখনোই এই ভাস্বর কবিরা অন্য কবিতায় কোনো মন্তব্য করেন না .
এটা বড় দুঃখের বিষয় I 
কবি কবিতা লেখেন কারণ তা ছাড়া তার কোনো উপায় নেই .
তার এই অসহায়ত্ব কে নীরবে উপহাস করা সাহিত্যের জগতে 
একটি অপরাধ  I 

Monday, July 16, 2018

Sundor

সুন্দর .
শেফার্ডস বুশ এর পার্ক এ বসে 
উদ্যাম সূর্য্যের বিদায় দেখে বলেছিলে  ...সুন্দর 
হাইড পার্কের কোনে শার্পেন্টিনে বকের সারি দেখে 
শিশুর মতো হাততালি দিয়ে বলেছিলে 
কি সুন্দর
রবিবার প্রায় নির্জন হ্যামস্টেড এ উইলো গাছের নীচে 
আমার বুকের কাছে ঘন হয়ে এসে বারবার ফিসফিসিয়ে 
বলেছিলে ....কি সুন্দর
হোবার্ন এর কার্ডিওমা তে কফির কাপে চুমুকদিতে দিতে 
পিছলে যাওয়া আলোর মেলা 
সাদাম্পটন রোড এ 
থিয়েটারের নেশায় পাগল বর্ষাতি আর ছাতার মাঝে 
বলেছিলে .....কি সুন্দর এ জীবন 
টেমস এর ঘুমপাড়ানি দোলায় 
ডিংগি গুলোর দে দোল দে দোল দেখে 
আবেশ ভরে বলেছিলে  কি.....সুন্দর
বিগ বেন এর ঘন্টা ও  বলেছিলো 
কি....সুন্দর 
মোটর ওয়ে ষাট সত্তর আশি
অসংযমী হাওয়ায়হাওয়ায় 
চুল ওরে ,মন উড়ে যায়নিরুদ্দেশে 
বেডসিটারে গ্যাস এর চুল্লি জ্বেলে 
নতুন শেখা অসংযমী মন 
পাগল হয়ে কানে কানে বলো
"বড় ভালো লাগে এ বাঁচা "

অনেক মৃত মানুষের এক মিছিল চলে 
একটি তরতাজা শিশির বিন্দু নিয়ে 
জন নোডস এর শব যান 
গোল্ডার্স এর সেমেটারির পথে

উদার নীল আকাশ আর ঝাঁকে ঝাঁকে  পাখি 
কোরাস করে বলে ফিফ্থ সিম্ফনির সুরে....

" সুন্দর তুমি সুন্দর 
হাসিতে সুন্দর 
কান্নায় সুন্দর 
জীবনে সুন্দর 
অজীবনে সুন্দর 
আবেগে অনাবেগে
বৃষ্টিতে রুক্ষতায় 
আলোতে সুন্দর 
অন্ধকারে নি:শব্দে  তুমি আরো সুন্দর 
তুমি পূর্ণে সুন্দর 
শূন্যে সুন্দর তুমি

@ অমিয়

Nodi o Se

নদী ও সে বেশ কিছু সুখচারী নদী দূরে সরে যেতে যেতে অভিমানে শীর্ণ থেকে শীর্ণতরো প্রায় উচ্ছাস রহিত হয় অবশিষ্ট শুধু বালিখোড়া আর পুঞ্জীভূত অবরুদ্ধ অশ্রুপাত , গোমতী বলেছে " আর কোনোদিন নয় " জলঙ্গি শুধুই কেঁদেছে অঝোরে জয়ন্তীর বুকের উপরে সুদীর্ঘ সেতু দুহাতে জড়িয়ে ব্যাকুল পথ চাওয়া আশাহত আশাবরী রাগ সকলের বুকে , ইরাবতী ,চন্দ্রভাগা,বিপাশা সুফী সন্যাসীর ঝুলিতে খুঁজেছে বহু আকাঙ্খিত বন্যার জল তা আসেনি বাউল গানে গানে মনের মানুষের খোঁজ দিয়ে যায়নি অথচ সে বলেছিলো " ভালোবাসি" পবিত্র ওঁকার ধ্বনির মতো I অমিয়
Bhalobasi

Upohar

ভুল কবিতা একটা ভুল কবিতা লিখে ফেলে কাগজ টা দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলার মতো সে নিজেকে ছুড়ে ফেলতে চেয়ে ছিল ছাতের কার্নিশ থেকে , যে ডিঙিটা একদিন তাকে নিয়ে ভাসতে ভাসতে একটা বিশাল বজরা হয়েও একবুক কালো রক্ত নিয়ে ডুবতে বসেছিল সেই ডিঙিটাই লখিন্দরের ক্লান্তি ভুরুর নীচে নিয়ে ভাসতে ভাসতে অজানা এক বিদিশার নগ্ন কারুকার্য্যে নির্বাক মেটামরফোসিস I অমিয়