Tuesday, July 31, 2018

A drop of water

A drop of Water
A drop of water
Sometimes fragrant tears
sometimes ecstatic dewdrop,
sometimes in fiery desire,
sometimes in passion of excess
in a kiss .
That drop of water
sucked in the thirsty earth.
years pass
Decades pass
The centuries too....
Then one fine autumn dawn
your arms full
with trembling Sephali *
with shivering dew drops
form deep inside the earth
and my heart.
some where in between
a bleeding sky
Throbs.

Sunday, July 29, 2018

Angyota

অজ্ঞতা 

ঢল ঢল একরাশ 
সূর্য্যের কিরণে 
আকাশটা ঝলমল  টলমল ,
তোমার আবেগ শাড়ির মতো 
খুশি খুশি অগোছালো ,
দূরে কোনো বিরহিনী পাখি 
ডেকে চলে অবিরাম ,

কাকে ডাকে 
কেন ডাকে 
জানো কি তা ?

অমিয়

Friday, July 27, 2018

Rhythm

Rhythm

No foot print there on Gomoti's bank
tumbling dance of polash on your lap
I sit,close my eyes
darkness inside
light outside
The silent exuberance of " Mia malhar"
"dhikr" of the sufi saint,
fixed gaze of the setting sun
mathematical breathing.

And in between
You on a lazy afternoon,
hand in hand
rhythmic silence
orgasmic throb
were they all predetermined ?
The ancient mantra
" I love you "
Maverick time
maverick space
eyes on eyes echoed.....
some mystery in a flash
Eternally.

@ amiya

Thursday, July 26, 2018

preyoshi iswar

প্ৰেয়সী ঈশ্বর 

এক গুচ্ছ করবী 
প্ৰেয়সী  বলে  " এ আমার মুখ"
স্তবকে স্তবকে কুহেলিকা 
লুটিয়ে পরেছে কাঁধে 
সে বলে " এ আমার কেশ "
সুগন্ধ ধুপ জ্বলে 
নেশাগ্রস্ত বিশ্বচরাচর 
সে বলে " এ আমার আতর "
সমগ্র আদি অন্তে বহ্নি শিখা,
" এ আমার কামনা "  সে বলে I 

@ অমিয়

Saturday, July 21, 2018

Shubho janmodin

প্রিয় সুকন্যা 
জন্মদিনে শুভেচ্ছা জেনো
ইতি-------------

পু:
তোমার এই শুভ জন্মদিনে 
তোমায় উপহার দিচ্ছি 
একটা পৃথিবী .
ডারউইনের চরম ঠাট্টা 
থিওরি অফ ইভোল্যুশন 
যে পৃথিবী জন্ম দিয়েছে 
অমৃতস্যা পুত্র 
অমৃতস্যাঃ মানুষের ....
যে মানুষ গ্যাসচেম্বার এ 
হাজার হাজার নারী ও শিশুকে 
হননকরেছে  অনায়াসে ,
যে পৃথিবীর মানুষ সৃস্টি করেছে চেরোন বিল 
সৃস্টি করেছে ভিয়েতনাম ,গুজরাট ,বাগদাদ 
সৃস্টি করেছে ধ্বংসের নিত্য নুতন পন্থা ...
বহু ধর্ষিতা পৃথিবীর অবাঞ্ছিত সন্তানেরা 
আমার শিশু কন্যার জন্য পাত্র ভরেরেখে  গেছে
বিষাক্ত কার্বন মনোক্সাইড..
আমার সন্তানেরা বুকভরে নিয়েছে তা জীবনী শক্তি বলে ,
আর মধ্য রাত্রে ঘুম ভেঙ্গে উঠে 
রক্ত বমন করে মা এর আঁচল ভিজিয়েছে ....
এই পৃথিবী তোমায় দিলাম সুকন্যা 
শুভ জন্মদিন 

তোমার আঁচলে বেঁধে নাও এই পৃথিবী কে ,
তোমার বুকের মধ্যে গুমরে গুমরে ওঠা 
হলুদ প্রজাপতির কান্নাকে 
বেহাগের বন্দিশ হতে দিওনা 
ইতি ....
পু: পু:
সুকন্যা 
তুমি ভালো থাকতে চেষ্টা করোনা 
আমরা তোমায় ভালো থাকতে দেবোনা 
কিছুতেই দেবোনা. 

ইতি ***************

Thursday, July 19, 2018

Closer still

Closer still .....( For you )

If you ever came close to me
if you ever surrendered and say
" here I am , hold me "
what would I do
in that  grey still afternoon ,
Shall I cry and say
so late, so.....very late ! Or shall I say
Go away
or even say ,
Love is not nearness
love is not distance either
Love is just the Middle way,
or possibly Hold your face
in my palm
Discover me in your eyes
and blissfully come to know
you are me
and I am you.

@amiya 

Dhyanostho

ধ্যানস্থ 

যদি আলো নিয়ে আসো
তবে আলো হবো 
যদি আঁধার নিয়ে আসো 
তবে আঁধার হবো I 

সব কিছু আছে আমি নেই 
সব কিছু আছে আমি ও  আছি 
সব কিছু আমি ই হয়েছি .i 

Wednesday, July 18, 2018

sameekaran

সমীকরণ 

মানুষের নীচে কোনঠাসা লেনিন সরণি আর মৌলালি ,
সেই ভিড়ে একটু আলাদা 
এক ল্যাম্প পোস্টের মাথায় 
এক বদ্ধ উন্মাদ 
যে তত্ত্ব বুঝিয়েছিল 
শুধু আমি ই বুঝেছি তা I 
ওর ভাষায়
অঙ্কের সমীকরণে 
যুক্তিবাদী মানুষেরা সমান  চিহ্নের দুপাশে 
নিজেদের খুঁজে ফিরেছিল 
ভাত,রুটি উরুসন্ধির তাগিদে মগ্ন মানুষ 
বোঝেনি তার উন্মাদনার আকুল,
অথবা সমীকরণের  বিশাল ব্যাপকতা ,
অর্থহীন ক্রোশ ব্যাপী কথার বিস্তার ছাড়িয়ে,
সেই উন্মাদের বক্ত্রিতায় খুঁজে পাই 
সলাজ প্রেমিকের নি:শব্দ মিলন .

@অমিয়

Mantobyo.

ফেস বুক এ কিছু অনন্য সাধারণ কবি আছেন যাদের কিছু 
স্তাবক আছেন .এই দুইয়ে মিলে একটি বৃত্ত  দেখা যায়.
এই কবি সম্প্রদায় অন্য কবিদের গণনার মধ্যে আনেন না 
কখনোই এই ভাস্বর কবিরা অন্য কবিতায় কোনো মন্তব্য করেন না .
এটা বড় দুঃখের বিষয় I 
কবি কবিতা লেখেন কারণ তা ছাড়া তার কোনো উপায় নেই .
তার এই অসহায়ত্ব কে নীরবে উপহাস করা সাহিত্যের জগতে 
একটি অপরাধ  I 

Monday, July 16, 2018

Sundor

সুন্দর .
শেফার্ডস বুশ এর পার্ক এ বসে 
উদ্যাম সূর্য্যের বিদায় দেখে বলেছিলে  ...সুন্দর 
হাইড পার্কের কোনে শার্পেন্টিনে বকের সারি দেখে 
শিশুর মতো হাততালি দিয়ে বলেছিলে 
কি সুন্দর
রবিবার প্রায় নির্জন হ্যামস্টেড এ উইলো গাছের নীচে 
আমার বুকের কাছে ঘন হয়ে এসে বারবার ফিসফিসিয়ে 
বলেছিলে ....কি সুন্দর
হোবার্ন এর কার্ডিওমা তে কফির কাপে চুমুকদিতে দিতে 
পিছলে যাওয়া আলোর মেলা 
সাদাম্পটন রোড এ 
থিয়েটারের নেশায় পাগল বর্ষাতি আর ছাতার মাঝে 
বলেছিলে .....কি সুন্দর এ জীবন 
টেমস এর ঘুমপাড়ানি দোলায় 
ডিংগি গুলোর দে দোল দে দোল দেখে 
আবেশ ভরে বলেছিলে  কি.....সুন্দর
বিগ বেন এর ঘন্টা ও  বলেছিলো 
কি....সুন্দর 
মোটর ওয়ে ষাট সত্তর আশি
অসংযমী হাওয়ায়হাওয়ায় 
চুল ওরে ,মন উড়ে যায়নিরুদ্দেশে 
বেডসিটারে গ্যাস এর চুল্লি জ্বেলে 
নতুন শেখা অসংযমী মন 
পাগল হয়ে কানে কানে বলো
"বড় ভালো লাগে এ বাঁচা "

অনেক মৃত মানুষের এক মিছিল চলে 
একটি তরতাজা শিশির বিন্দু নিয়ে 
জন নোডস এর শব যান 
গোল্ডার্স এর সেমেটারির পথে

উদার নীল আকাশ আর ঝাঁকে ঝাঁকে  পাখি 
কোরাস করে বলে ফিফ্থ সিম্ফনির সুরে....

" সুন্দর তুমি সুন্দর 
হাসিতে সুন্দর 
কান্নায় সুন্দর 
জীবনে সুন্দর 
অজীবনে সুন্দর 
আবেগে অনাবেগে
বৃষ্টিতে রুক্ষতায় 
আলোতে সুন্দর 
অন্ধকারে নি:শব্দে  তুমি আরো সুন্দর 
তুমি পূর্ণে সুন্দর 
শূন্যে সুন্দর তুমি

@ অমিয়

Sunday, July 15, 2018

se esechhilo

সে এসেছিলো 
সে এসেছিলো 
নি:শব্দ ,স্থির শূন্যতাকে বুকে নিয়ে ,
সে আমার চোখে 
রেখেছিলো তার অশ্রুভারাক্রান্ত চোখ 
শান্ত শব্দহীন পদক্ষেপে সে 
বিদায় নিয়েছিল গোধূলি বেলায় I 

মন এসেছিলো 
জগৎ এসেছিলো 
মন নি:শব্দ স্থির .জগৎ স্থির 
একদিন মন নিঃশ্বেষ হবে 
জগৎ ও নি:শেষ  হবে ....

শুধু কবিতার ঢেউ 
উথাল পাথাল
তোমার বুকে .

Biroho

বিরহ
সূরার ধারার মত রাত্রি আসে 
গোলাপের বর্ণ 

ফুটে ওঠে ঊষার কিরণ ,
বসন্ত স্বাগত 
সুরাপাত্র ধূলিধূসরিত
হৃদয় উদ্বেলিত বিরহ জ্বালায় 
নয়নে তোমার বহ্নিশিখা


(পণ্ডিত বাঙালি ,বানান ভুল অনিচ্ছাকৃত 
বিষ উদ্গার করবেননা 
কবির প্রতি  )