Sunday, September 23, 2018

Tushar pater por

তুষার পাতের পর
তুষার পাতের পর
আকাশ মেঘ মুক্ত
শীতল সূর্য্য 
রক্তিম পর্বত শিখরে
অস্ত যায়.
পার্বত্য পথ বেয়ে
মন্দিরের পানে...........
সান্ধ্য ঘন্টাধ্বনি
শীতল বাতাস মুখরিত I
চিয়া তাও

Saturday, September 15, 2018

Ma

মা
একটি অর্ধ উলঙ্গ পাগলী চক্র রেলের প্লাটফর্ম বসে বসে
কি যেন বকে যায় ,কেউ শুনুক বা না শুনুক .
ফিক ফিক করে হাসে ,কটাক্ষ হানে .
কখনো বা কাঁদে ইনিয়ে বিনিয়ে
কখনো বা জান্তব ক্রোধে ফেটে পরে ,গাল পারে
অদৃশ্য শত্রু কে লক্ষ্য করে .
ও গর্ভবতী
মা হতে চলেছে পাগলী মেয়ে
হাসি কান্না রাগ অনুরাগের আড়ালে ও স্বপ্ন দেখে ,
ফুট ফুটে গোলগাল দামাল শিশুর স্বপ্ন ,
কাঁদতে কাঁদতে হা হা করে হেসে ওঠে ,
চমকে ওঠে কলকল করা হাসির শব্দে ,
দুটি গোল গোল হাতের স্পর্শ
ওর রুক্ষ স্তনের ওপর অনুভব করে
ফল্গুধারা বয়ে যায়---স্বপ্ন দেখে ,
কোনো এক বর্ষণ মুখর রাতে
নূপুরের ঝুম ঝুম শব্দ নিয়ে জন্ম নিলো দেব শিশু
এক নির্বোধ যন্ত্রনা
বিদ্যুৎ চমক
চক্র রেলের অস্থায়ী সমাজের সেই খোঁড়া অসহায় লোকটা
একতাল চন্দনের গন্ধ নিয়ে এলো পাগলী মা এর কোলে I

Tuesday, September 11, 2018

Biyallish er Byakaron

বিরাশির ব্যাকরণ
অফুরন্ত ঝাল ঝাল কথা
বাংলা পানের মতো মুখ খানি
বাংলা পানে রঞ্জিত ,
সুবাসিত জর্দার ঘ্রানে ভ্রমর পাগল 
পাঁজিতে শুভক্ষণ দেখে ধরা ছোঁয়া বেছে ,
গন্ধটা কাছে আসে কখনো সখনও,
মরণ!!!!!
এঁটো বিশ্বচরা চর, জলে জলে ভেসে যায় আঙুলের নখ
এক্কা দোক্কা চালে নিতম্ব ছন্দময়
যুক্তি তক্কে অকাট্য ইতিহাস .
বিরাশি বছর
নাড়ীজ্ঞান সমন্বিতা এই নারীনিয়ে
সমান্তরাল পথ চলা
নাড়ীজ্ঞানহীন ধর্ষিত চরিত্র যার অঙ্গের ভূষণ ,
সেই কবি প্রশ্ন করে আজ
" আচ্ছা প্রেম মানে কি "?
এত বছর ধরে , শব্দ ও শব্দহীনতায়
বিন্দু বিন্দু ত্যাগ ,বিন্দু বিন্দু ভোগের জারিত আচারে
পরম বিশ্বাসে,উত্তরটা পাওয়া যায় তিনটি অক্ষরে
"মরণ"!!!!!!!!!!!
@ অমিয়